বৈরী আবহাওয়ার কারণে গেলো কিছুদিন সাগরে যেতে পারেনি জেলেরা। একারণে সামুদ্রিক মাছের দাম আকাশচুম্বী। কক্সবাজারের বাজারগুলোতে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৩০০ টাকায়। এছাড়া ১ কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকা এবং ৭০০/৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। ইলিশের এতো দাম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের বড় বাজার, বাহারছড়া বাজার, কানাইয়া বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এসময় সাধারণ মানুষ ইলিশের দাম শোনেই চলে যেতে দেখা গেছে। কেউ এতো দামে ইলিশ কেনার সাহস পাচ্ছে না।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেলো কিছুদিন সাগরে মাছ ধরতে না পারলেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় অনেক ট্রলার মাছ ধরতে সাগরে গেছে। অনেক ট্রলার আবার কয়েকদিন আগে সাগরে গিয়ে মাছ নিয়ে ফিশারীঘাটে ভিড়েছে। কিন্তু ইলিশ অনেক কম। পাইকারি দামও অনেক বেশি।
মায়ের দোয়া ট্রলারের মালিক আব্দুর রশিদ বদ্দার বলেন, কয়েকটি ট্রলার আজকে ভিড়েছে। ইলিশ কম হওয়ার কারণে দাম আকাশচুম্বী। পাইকারি দরে এক কেজি ওজনের ১০০ ইলিশ ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৭০ হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের চেয়ে কম ইলিশগুলো ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, ফিশারীঘাটে মাছ অনেক কম। তাই দাম অনেক বেশি। আমরা ব্যবসায়ীরাও অনেক কষ্টে আছি। বেশি দামে মানুষ মাছ কিনছে না। আমরাও কিনতে পারছি না।
মোহাম্মদ ইমরান নামের বাস টার্মিনালের এক বাসিন্দা বড় বাজারে মাছ কিনতে গিয়ে জানান, এতো দামে ইলিশ খাওয়ার চেয়ে খাসির মাংস খাওয়া অনেক ভালো। ইলিশ কিনতে এসে দাম শুনে না কিনে চলে যাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্তদের কপালে ইলিশ জুটবে না। গেলো কয়েকদিন ধরে ইলিশ কিনতে চেয়েও কিনতে পারছি না।
সমিতিপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, দাম নাগালের বাইরে থাকার কারণে ইলিশ খাচ্ছি না তিনমাস। কক্সবাজারে হাজার হাজার ইলিশ ধরা পড়লেও আমাদের পাতে ইলিশ উঠে না। এতো দাম দিয়ে ইলিশ কিভাবে কিনব!
এবিষয়ে কক্সবাজার মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজারের ব্যবস্থাপক জি.এম.রব্বানী বলেন, মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের জোগাড় অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে পারেনি জেলেরা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর ট্রলারগুলো সাগরে মাছ ধরতে গেছে কিন্তু এখনো মাছ নিয়ে তেমন ট্রলার ফিরেনি। এই সপ্তাহের মাঝামাঝি হয়তো মাছের দেখা পাওয়া যাবে।
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এর আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। একারণে ইলিশের দাম আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
১ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৩৪ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে