কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, কুমিল্লা জেলা শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদপীঠ। দেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলা বিভিন্ন দিকে যেমন এগিয়ে আছে- তেমনি কুমিল্লার রাজনীতি, অর্থনীতি, কৃষিসহ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ জেলা। আমি কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে নিয়োজিত হয়েছি এই জেলার উন্নয়নে আরো বেশি অগ্রগামী করার দায়িত্ব নিয়ে। এজন্য আমি জেলার সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাচ্ছি। নবাগত জেলা প্রশাসক গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা।
অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সম্পর্ক-তথ্য আদান প্রদান এবং খবর প্রকাশ সম্পর্কিত বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুতফর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, চ্যানেল আই স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, এটিএন বাংলা এটিএন নিউজের প্রতিবেদক খায়রুল আহসান মানিক, দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার মীর শাহ আলম সহ আর অন্যান্যরা।
সভায় সাংবাদিকরা বলেন, কুমিল্লা দেশের অন্যতম রাজনৈতিক গুরুত্বপূর্ণ জেলা। কুমিল্লা জেলায় ১১টি সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ এবং প্রকাশে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা যেন প্রয়োজনী সহযোগিতা করে থাকেন। এছাড়া কুমিল্লার উন্নয়নে কুমিল্লার সকল সাংবাদিকগণ জেলা প্রশাসককে সহযোগিতা করবেন বলেও জানান।
২২৩ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৭৩ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৭৬ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৯০ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৯০ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৯৩ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৯৯ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০০ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে