কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকমল ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনে সুয়াগঞ্জ টি,এ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে রক্তকমল ফাউন্ডেশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বৃত্তি পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী, বৃক্ষরোপণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ে সদর দক্ষিণ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার।
৬ষ্ঠ বর্ষপূতি অনুষ্ঠান উদ্বোদন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজলো নির্বাহী অফিসার রুবাইয়া খানম।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গভর্নিং বডি সুয়াগঞ্জ টি,এ হাই স্কুল এন্ড কলেজের সদস্য আব্দুল মালেক, সুয়াগঞ্জ টি,এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষমোজাম্মেল হক চৌধুরী, সুয়াগঞ্জ টি,এ হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল মমিন।
সভাপতিত্ব করেন রক্তকমল ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সোলেমান।
রক্তকমল ফাউন্ডেশন বর্তমানে ২০০এরও অধিক নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও ১১টি সেক্টর (রক্তকমল রক্তদান গ্রুপ, রক্তকমল পাঠাগার, রক্তকমল হেলথ কেয়ার, রক্তকমল ভলান্টিয়ার্স, রক্তকমল স্বাবলম্বী প্রজেক্ট, রক্তকমল ঈদ উৎসব, রক্তকমল স্পোর্টিং ক্লাব, রক্তকমল অক্সিজেন ব্যাংক, রক্তকমল ফুড ব্যাংক, রক্তকমল ট্রাভেলিং গ্রুপ ও রক্তকমল পাঠশালা (প্রস্তাবিত) নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহ কুমিল্লা জেলায় সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধানগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী, সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রক্তকমল ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সানাউল আজিম মেহেদী, বর্তমান সভাপতি মাইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, সহ-সভাপতি মোঃ নাইম মজুমদার, তৌহিদুল ইসলাম নোমান, রকিবুল হাসান সাকিব, উপদেষ্টা আল মামুন, আবু সাইদ, মাহমুদুল হাসান, আবদুর রহমান, মোল্লা ওমর ফারুক, ইয়াসিন বাবু, সিনিয়র সদস্য মোঃ কবির হোসেন, শ্যামল মজুমদার, আবু হানিফ, অলি উল্লাহ, সাইফুদ্দিন সেলিম, নজরুল, মোঃ সোহেল, সফিউল আমিন, কার্য নির্বাহী কমিটির কমল চন্দ্র দাস, সাব্বির হোসেন, মাজহারুল ইসলাম, খন্দকার রাহিদ,মোঃ ইসমাইল, তোহা আলম, ফাহমিদা জান্নাত, রনি কাজী, জাহিদ বাবু প্রমুখ।
২২৪ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৭৩ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৭৬ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৯০ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৯১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৩৯৪ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
৪০০ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৪০১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে