তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

দেবীদ্বারে ইফতার কম দেওয়াকে কেন্দ্র করে ২পক্ষের সংঘর্ষ

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহতদের তোলা ছবি

দেবীদ্বারে ইফতার কম দেওয়াকে কেন্দ্র করে ২পক্ষের সংঘর্ষ

* ২ সাংবাদিকসহ আহত ২০
*এলাকায় থমথমে পরিস্থিতি

দেবিদ্বার,(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ইফতার বিতরণ করাকে কেন্দ্র করে ২পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত সোমবার (১৭ এপ্রিল) দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি দক্ষিণ পাড়া ‘বায়তুল আমান জামে মসজিদের ইফতার মাহফিলে এ ঘটনাটি ঘটেছে।

এ সময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলা, ও কুমিল্লার কাগজ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি শাহীন আলম ও বাংলার আলোড়ন পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল্লাহ আল আলিম এর উপর হামলা করে দূর্বৃত্তরা।
হামলায় গুরতর আহত শাহীন আলমকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের উপর পুনরায় হামলা করার দৃশ্য ধারণ করতে গেলে আব্দুল্লাহ আল আলিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পরে ছিনিয়ে নেওয়া ওই মোবাইল ফোন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় ‘বায়তুল আমান জামে মসজিদ’র ইফতার বিতরণ করার সময় ভিংলাবাড়ি গ্রামের শাহ আলম মিয়ার ছেলে বাবু(১০)কে ইফতার নেয়ার সময়, ইফতার শর্ট পড়ায় বাচ্চু মিয়ার ছেলে দুলাল(৩৫) বাবুকে মারধর করেন। ওই ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাহ আলম বাবুকে মার ধর করার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নিকট তার ভাতিজা দুলালের বিচার দাবী করেন। তাজুল ইসলাম মাগরিবের নামাজ শেষে ঘটনার বিচার করার আশ্বাস দিল নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, মসজিদের কোষাধ্যক্ষ শাহ আলম, ও তাহের মিয়ার ছেলে সম্রাটসহ মসজিদের বাহিরে অন্যান্য মুসুল্লিদের নিয়ে অপেক্ষা করছিলেন। এসময় মারামারির সংবাদ পেয়ে শহিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ একটি লাঠি নিয়ে এসে আচমকা পেছন দিক থেকে মসজিদের কোষাধ্যক্ষ মো. শাহ আলমের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে, তাকে উদ্ধার করতে আসা তাহের মিয়ার ছেলে সম্রাট(১৮)’র মাথায় আঘাত করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারিতে আরো বেশ কিছু লোকজন আহত হন। শাহ আলম, সম্রাট, নুরুল ইসলাম, দুলাল, আহতদের দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেয়ার সময় চিকিৎসকের একটি স্লিপ নিয়ে শাহ আলমের ছেলে সাগর(২৪) ও হাসান(১৭) বাহির থেকে ঔষধ আনতে যাওয়ায় হাসপাতাল গেইটে ভিংলাবাড়ি গ্রামের হাসান ও দেবীদ্বার সদরের কিছু ছেলে নিয়ে ঔষধ আনতে যাওয়া সাগর ও হাসানের উপর হামলা চালায়, এসময় পুরো এলাকা থমথমে পরিস্থিতিতে পড়ে যায়। বিদ্যুৎ না থাকায় প্রাণভয়ে লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
ঘটনার তথ্য সংগ্রহে যাওয়া আব্দুল আলিম মোবাইল ফোনে ছবি দৃশ্য ধারন করতে গেলে তাকে দৌড়ে আটকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে পুলিশ আসারসংবাদে মোবাইল ফোন ফেরত দিয়ে চলে যায়। এসময় সংবাদ পেয়ে কালবেলা পত্রিকার প্রতিনিধি শাহীন আলম সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে আসলে ভিংলাবাড়ি গ্রামে আলমের ছেলে হাসানের (২০) নেতৃত্বে শাহীনকে কিল ঘুষিতে মারাত্মক আহত করে।
ঘটনার পর সাংবাদিক শাহীন আলম, আব্দুল কাদের’র ছেলে শাহ আলম(৫০), আবু তাহের’র ছেলে সম্রাট(১৮), বাচ্চু মিয়ার ছেলে দুলালসহ ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্য এক আহত আবু তাহের’র ছেলে সেলিম(৩৫)কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যায়।
এ ব্যপারে ‘বায়তুল আমান জামে মসজিদ’ কমিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, হামলার ঘটনা শুনেছি, আমি মুরাদনগর একটি ইফতার মাহফিলে থাকায় ঘটনাস্থল পুলিশ পাঠাই। অপরদিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোনে বিস্তারিত জানালে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
শুনেছি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
এব্যাপারে সোমবার রাত ১১টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, আমি নোয়াখালীতে বিশেষ কাজ শেষ করে দেবীদ্বারের উদ্দেশ্যে আসতেছি। তবে শোনেছি ইফতার বিতণ নিয়ে মারামারি হয়েছে দেবীদ্বার সদরের মৃত: আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম (বাবু) সাংবাদিক শাহীন আলমের উপর হামলা করেছে। অপরাধি যেই হোক আইনের আওতায় আনতে আমি ওসি তদন্তকে নির্দেশ দিয়েছি।

আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৩৪১ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে