প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কুমিল্লার দেবিদ্বারে গরিব কৃষকের ৫৮ শতাংশ বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতারা।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ৪নং সুবিল ইউনিয়ন এর শিবনগর ও হাদিপুর এলাকায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম ও দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রোবেল'র নেতৃত্বে ২ কৃষকের জমির পাকা ধান কেটে মাড়াই করে তাদের ঘরে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আমির হোসেন আমু, দেবিদ্বার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াহেদ সরকার, মো. রোমান সরকার, তরিকুল ইসলাম সুমন, আবুল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, জাকির হোসেন, বিল্লাল হোসেন, কাজী মো. শিহাব রায়হান সহ উপজেলা ও পৌরসভার অর্ধশত নেতাকর্মীরা।
সংগঠনটি নেতা কর্মীরা জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়েছে। কড়া রোদে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক আব্দুর রশিদ,ও ছাদেক মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, প্রখর রোদে শ্রমিকরা ধান কাটতে আসতে চান না, আসলেও তাদের দ্বিগুন পারিশ্রমিক দিতে হয়। এটা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। যুবলীগের নেতা-কর্মীরা ধান ক্ষেতে এসে আমাদের পাকা ধান কেটেদিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে।
৯০ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০৮ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬২ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৩৪ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৩৪১ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৮১ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৮৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে