প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় দেবিদ্বার চেয়ারম্যান বাড়ি'র পৌর আওয়ামীলীগের আস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায়, আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো: আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুনাইঘর উত্তর ইউনিয়ন এর চেয়ারম্যান মুকবুল হোসেন মুকুল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, বরকামতা ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাণী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, উপজেলা শ্রমিকলীগের
সভাপতি: আবু নাঈম মুন্সী।সাধারণ সম্পাদক কাউসার হায়দার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: হেলাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান (রনি), যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, ইমরান আরেফিন ইমু, সদস্য মাসুম বিল্লাহ, আল আমিন ওমানী প্রমুখ।