◾মোঃ হেলাল উদ্দিন
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামে রয়েছে বাকসার টাইগার ক্লাব নামে একটি সামাজিক সংগঠন।
টাইগার ক্লাব নামটি নিয়ে এলাকায় দ্বিমত থাকলে সংগঠনের কাজ নিয়ে কারো অভিযোগ নেই।
সেই সুবাদে বাকসার গ্রামে সংগঠনটির বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কাজ প্রশংসা কুড়িয়েছে পুরো উপজেলায়।
বাকসার টাইগার ক্লাব নামক সংগঠনটির যাত্রা শুরু করেন অত্র এলাকার সন্তান, মানবিক মানুষ জনাব মোঃ আতিকুর রহমান।২০০০ সালের ২৬ শে মার্চ ফুটবল টুর্নামেন্টের খেলা দিয়ে যাত্রা শুরু করেন।তারপর থেকেই সমাজের সকল সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা সহ ধর্মীয় অনুষ্ঠান, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি।
এলাকার স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। বৃক্ষরোপন কর্মসূচি পালনসহ এলাকায় মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কারের ব্যবস্থা করে থাকে বাকসার টাইগার ক্লাব।
করোনা মহামারিতে সমাজের বিপযর্স্ত মানুষের পাশে আর্থিক সহযোগিতা ও খাবার, চাউল ডাউলসহ বিভিন্ন খাদ্য উপকরণ নিয়ে গ্রামের অসহায় মানুষের পাশে ছিল সংগঠনটি।
তাছাড়া সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান,গরিব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা উপহার, কুরবানী ঈদে গরিব দুস্ত মানুষের জন্য কোরবানির গরুর মাংসের ব্যবস্থা করেছে সংগঠনটি।
ইসলামী জলসাসহ ধর্মীয় মাহফিলের আয়োজন করে থাকে বাকসার টাইগার ক্লাব সংগঠনটি।জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন ও জাতীয় উৎসব পালন করে থাকে এই সামাজিক সংগঠনটি।
বাকসার টাইগার ক্লাবের ক্রীড়া সম্পাদক জনাব মোঃ সাদেকুর রহমানের তত্বাবধানে একটি ফুটবল ও একটি ক্রিকেট টিম রয়েছে। সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতাভাবান্ন করে তুলতে ক্রীড়া শাখা কাজ করছে অবিরাম।
তাছাড়া, এই সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পেইজ ও একটি গ্রুপ রয়েছে।