বাবাকে গলাটিপে হত্যার অভিযোগে সাকিব আল হাসান নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।রোববার সকাল পৌনে ৭টার দিকে ইকুরিয়া টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাকিব আল হাসান মানসিকভাবে কিছুটা অসুস্থ। ডিএমপিতে তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন। সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি প্রথমে তার মাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। স্ত্রীকে বাঁচাতে স্বামী নুরুল ইসলাম এগিয়ে এলে ছেলে তার বাবাকে (নুরুল ইসলাম) গলাটিপে হত্যা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, সাকিব আল হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— নুরুল ইসলামকে গলাটিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
৩১১ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১৩ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৩৬ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪৩ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৩৭৫ দিন ৩০ মিনিট আগে
৩৮১ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৮৯ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৪১৬ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে