ঢাকার ধামরাইয়ে আসাদ এগ্রো ফার্ম লিমিটেড এর খামারে খাবারের ফুড পয়জনিং থেকে ১১টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২১আগষ্ট) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্মে ১৬টি গরুর মধ্যে ১১টি গরু মারা য়ায।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, সকাল বেলা গরুগুলির পরিচর্যা শেষে ঘাস খেতে দেই। এরপর শুকনা খাবার ভূশি ও কুড়া খেতে দিয়ে আমি খেতে যায়। কিছুক্ষণ পরে ফার্ম থেকে খবর আসে গরুগুলি একের পর এক মাটিতে পরে মারা গেছে। খবর শুনে দৌড়িয়ে খামারে গিয়ে দেখি পর পর ১১টা গরু মাটিতে পরে যায়। পরে আমি ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দিলে তিনি আসতে আসতে ১১টি গরু মাটিতে পরে মারা যায়।
এই বিষয়ে গরুর ফার্মের ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমি সকালে গরুগুলিকে খাবার দিয়ে বাড়ীতে আসি খাবার খেতে। কিছুক্ষণ পর খবর পায় ফার্মে গরু মাটিতে পড়েই মারা যাচ্ছে। পরে দৌড়িয়ে গিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেই।
এই বিষয়ে আসাদ এগ্রো ফার্ম লিমিটেড এর মালিক মোঃ আসাদ খান সাংবাদিকদের বলেন, আমি খামারটি করেছি মুলত গ্রামের মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করতে। কারণ ফার্মের সকল আয় মসজিদ মাদ্রাসার কাজে ব্যায় করা হয়। আমি ঢাকায় থাকি।ফার্মে কাজের লোকই সব দেখা শুনা করে। সকালে আমাকে ম্যানেজার মোবাইলে জানায় ফার্মের ১১টি গরু মারা গেছে।
এই বিষয়ে ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত ফার্মে গিয়ে দেখি ১১টি মারা গেছে। তবে কি কারণে গরু গুলি মারা গেছে সেটা জানার জন্য গরু গবর ও রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পর বলা যাবে কিভাবে গরু মারা গেছে। তবে ধারণা করা হচ্ছে কাঁচা ঘাসে নাইট্রেট পয়জনিং হয়ে গরু গুলো মারা গেছে।
৪০ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৫৫ দিন ১৫ মিনিট আগে
৫৭ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে