ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। ২০২২ সালের সামগ্রিক কর্ম দক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তাদের এ সম্মাননা দেওয়া হয়। ২০২১ সালের শুক্রবার (৯ই জুলাই) সকালে ধামরাই উপজেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন হোসাইন মোহাম্মদ হাই জকী। যোগদানের পর থেকে ইউপি নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করে এবং একাধারে নিয়মানুযায়ী ৩৫ টি অবৈধ ইটভাটা ধ্বংস করে জনগণের আলোচনায় আসেন তিনি। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নেও অবদান রাখেন তিনি। জনগণের সাথে সরাসরি আলোচনার জন্য বুধবার তারর অফিস সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখেন তিনি। ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাণী বানরের জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা করেন।এছাড়াও সকল কাজের দরপত্র ও বিবরণ প্রতিদিন ফেসবুকপেজে আপলোড করে জনগণের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করেও জনসাধারণের মনে জায়গা করে নিয়েছেন তিনি। জকী ২০১৪ সালের ৭ই আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার ও সিলেট, সহকারী কমিশনার ভূমি হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কাজ করেন।
হোসাইন মোহাম্মদ হাই জকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়াও তিনি বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলায়।
৪০ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৫৫ দিন ১৩ মিনিট আগে
৫৭ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে