ঢাকার ধামরাইয়ে একটি বাড়িতে ঢুকে নগদ ৭৭ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণের অলংকার লুটে নিয়ে যায় ডাকাতরা।
বৃহস্পতিবার (১২ ই অক্টোবর) সন্ধ্যার সময় সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মাসুদের বাড়িতে ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক একটি ইট ভাটার ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার পরিবারের সূত্রে জানা যায় সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মুখোশধারী ডাকাতের দল ঐ বাড়িতে ডুকে পরে। এ সময় মাসুদ রানা বাড়িতে উপস্থিত ছিলেন না। ডাকাতরা তার স্ত্রী বীথিকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন এবং আলমারীর চাবি চায়। বীথি চাবি দিতে না চাইলে ডাকাতদল মাসুদের তিন মাস বয়সী ছেলেকে কেড়ে নিয়ে যায় এবং তাকে হত্যার হুমকি দেয়। ভয়ে মাসুদর স্ত্রী বীথি ডাকাতদের চাবি দিয়ে দেয়। এসময় তারা নগদ ৭৭ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এতে এলাকায় ভীতি পরিবেশ সৃষ্টি হয়েছে।
ধামরাই থানার তদন্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলে আমরা কোনো অভিযোগ পাইনি। পেলেই দ্রুত ব্যবস্থা নেবো।
৪০ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৫৫ দিন ১৬ মিনিট আগে
৫৭ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে