ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়।
২৪শে নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় দেপাশাই নয়াপাড়া নতুন মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়। সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদ এমপি এবং উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.সোহানা জেসমিন মুক্তা,বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান মিজান, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল,সোমভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজাহার আলী,সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোত্তালিব,সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুর রফিক,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বিএসসি, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগনেতা মোঃ শামীম হোসেন, সোমভাগ ইউনিয়ন ছাত্রলীগনেতা মোঃ হাবিবুর রহমান আল-আমিন সহ আরো অনেকে।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সোমভাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপিল গ্রাম ও ৪নং ওয়ার্ডের দেপাশাই গ্রাম। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে উভয় দল ড্র করে। পরবর্তীতে ৪নং ওয়ার্ড দেপাশাইকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২নং ওয়ার্ড চাপিল গ্রাম। চ্যাম্পিয়ন দলকে একটি বড় ষাঁড় গরু এবং রানার্স আপ দলকে একটি মাঝারি ষাঁড় গরু প্রদান করা হয়।
৪০ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৫৫ দিন ১১ মিনিট আগে
৫৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে