সম্পদ বৃদ্ধির দিক থেকে একাদশ সংসদের এমপিদের মধ্যে শীর্ষ ১০ জনের তালিকা তুলে ধরেছেন আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ তালিকায় শীর্ষে রয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ (২২৩৮.১০%)।গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম। নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরেছেন এই আন্তর্জাতিক সংস্থাটি।
একাদশ সংসদের এমপিদের ৫ বছরে আয় বৃদ্ধির হারে শীর্ষ ১০- এ যারা:
১. ঢাকা-২০ আসনের বেনজীর আহমদ (২২৩৮.১০%)
২. কুষ্টিয়া-১ আসনের আ. ক. ম. সরওয়ার জাহান (২২০০.৫৮%)
৩. রংপুর-৪ আসনের টিপু মুনশি (২১৩১.১২%)
৪. বগুড়া-২ আসনের শরিফুল ইসলাম জিন্নাহ (২০৭৪.৮৩%)
৫. নাটোর-১ আসনের মো. শহিদুল ইসলাম (বকুল) (১৯৭২.১৬%)
৬. যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন (১৬০৮.৬৩%)
৭. নওগাঁ-৩ আসনের মো. ছলিম উদ্দীন তরফদার (১৪৯৪.১২%)
৮. দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী (১১৮৭.৫২%)
৯. পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির (১০৬০.৪৪%)
১০. যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদ (১০৩৯.৭৮%)
৪০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৪ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৪ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৫৫ দিন ১৩ মিনিট আগে
৫৭ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে