দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১জুন শুক্রবার সকালে চুনিয়াপাড়ায় জাকির নামক এক ব্যক্তির খননকৃত পুকুরে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সিভিল ডিফেন্স ও কোতয়ালি থানা থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায় শুক্রবার সকালে চুনিয়াপাড়া এলাকার কৃষক উজ্জ্বল সকালে কাজে বেরিয়ে যাবার পর তার স্ত্রী রুস্তমী তার দুই শিশু সন্তান গৌতম(৮)এবং প্রীতম( ৫)কে নিয়ে পাশ্ববর্তী জাকির নামক এক ব্যক্তির পুকুরে কাপড় কাঁচতে যায়।কাপড় কাঁচায় ব্যস্ত থাকায় কখন তার শিশু দুই সন্তান খেলতে খেলতে পানিতে পরে গেলে তার দেখতে পেয়ে তড়িঘড়ি করে সন্তানকে বাচাঁতে নিজেও পুকুরে ঝাঁপ দিলে খননকৃত পুকুরের গভীরতায় তারা তিনজনেই তলিয়ে যায়।কিন্তু এলাকার কেউই কিছুই বুঝতে পারেনি।বিকেলে আসরের পর পুকুরে তিনজনের লাস ভেসে উঠলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গিয়ে লাস তিনটি উদ্ধার করে। একই পরিবারের মাসহ দুই শিশু সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্ত্রী সন্তান হারিয়ে উজ্জ্বল শোকে পাথর হয়ে গিয়েছে।এখন অহরহই ঘটছে পানিতে ডুবে মৃত্যু।এর প্রধান কারন অনিয়ন্ত্রিত ও নিয়ম বর্হিভূত নদী পুকুর ড্রেজিং।অথচ নেই কোন পদক্ষেপ এমনটাই মনে করেন একাধিক সচেতন ব্যক্তি মহল।