দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ১৩জুন-২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় সড়ক ভবন হলরুমে প্রাকৃতিক দূযোর্গ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নিবারক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাকৃতিক দূযোর্গ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নিবারক মহড়া কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান।
দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার।
উক্ত অনুষ্ঠানের প্রজেক্টরের মাধ্যমে প্রাকৃতিক দূযোর্গ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নিবারক মহড়া কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ মেহফুজ তানজীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপবিভাগ) মোঃ আফজাল হোসেন, সহকারী প্রকৌশলী প্রমানন্দ বর্মণসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সকল কর্মচারীবৃন্দ।