দিনাজপুরে নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৪জুন বুধবার দুপুরে দিনাজপুর কাঞ্চন নদীতে গোসল করতে নেমে আমির হোসেন নামে(৫৬)এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তি পেশায় একজন গাড়ী চালক।
বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দিনাজপুর পৌর শহরের কাঞ্চন ব্রীজের উত্তর পাশে খেয়া ঘাটে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত আমির হোসেন দিনাজপুর পৌর শহরের চাউলিয়াপট্টি পুরাতন খেয়াঘাট এলাকার মাতব্বর আলী ভুইয়ার ছেলে এবং মৃত আমির হোসেন পেশায় একজন ট্রাক চালক ছিলেন ।
নিহত আমির হোসেনের প্রতিবেশীরা জানান দুপুর সাড়ে বারোটার দিকে সে বাড়ির পশ্চিম পাশে কাঞ্চন নদীর পুরাতন খেয়াঘাটে গোসল করতে নামেন। নদীতে নামার সাথে সাথে গভীর পানির নিচে হারিয়ে যায়। বেশ কিছু সময় পার হয়ে গেলেও পানির উপরে না উঠায় পাশে থাকা এক বাচ্চা চিৎকার দেয়। বাচ্চাটির চিৎকারে পাশের গ্রামের অন্যান্য লোকজন ছুটে এসে আমির হোসেনকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি তাকে মৃত বলে ঘোষণা করেন!