দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র রংপুর বিভাগীয় পদযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপি পদযাত্রা কার্যক্রমের দ্বীতীয় দিনে রংপুর বিভাগীয় পদযাত্রা সফল করতে ১৯জুলাই সকাল থেকেই প্রচন্ড রোদ আর গরমকে উপেক্ষা করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ দিনাজপুর লোকভবন চত্তরে সমবেত হতে থাকে।পদযাত্রা উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীদের বক্তব্য শেষে প্রধান অথিতি বিএনপির মহা সচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরেই তার উপস্থিতিতে পদযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পদযাত্রা জনসমুদ্রে পরিণত হয়।
দিনাজপুরে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় পদযাত্রায় প্রধান অথিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচীব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ পদযাত্রা মানুষের অধিকার আদায়ের পদযাত্রা।এপদযাত্রাই হবে বিজয়ের পদযাত্রা।বাগশাল ফ্যাসিবাদী সরকারের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষায় পদযাত্রা।মানুষের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্যাতন নীপিড়ন চালানো হয়েছে তা আর হতে দেয়া হবে।আজ সাধারন মানুষের জীবন দুর্বিসহ হয়ে পরেছে।দ্রব্যমুল্যের উর্ধগতি,গ্যাসের দাম,বিদ্যুতে ঘাটতি থেকে শুরু করে প্রতিটি সেক্টর আজ দূর্নীতিগ্রস্থ।তাই দেশের মানুষকে ভোট প্রদানের অধিকার প্রতিষ্ঠা করাসহ আওয়ামীলীগ সরকারের সকল নির্যাতনের জবাব দেয়ার উপযুক্ত সময় এসেছে।আর বসে থাকলে চলবে না।সকলকে কাধেঁ কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে শোষন বঞ্চনার হাত থেকে জনগনকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার আহবান জানান।এসময় প্রধান অথিতি ছাড়াও বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহীন,,সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ।মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে লাখো নেতাকর্মীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে পদযাত্রাটি দিনাজপুর লোকভবন থেকে শুরু করে লিলিমোড়,সদর হাসপাতাল মোড়,মুন্সিপাড়া,নিমতলা হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।