দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নে অনুষ্ঠিত সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় জাহানারা একাদশ চ্যাম্পিয়ন এবং জলুকাপাড়া একাদশ রানার্সআপ হয়েছে।
গত শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় আশকরপুর ইউনিয়নের সুন্দরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় ।
সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় খানপুর বোয়ালমারী আঞ্জুমান হ্যাচারীর স্বত্বাধিকারী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোঃ আসাদুজ্জামান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল জাহানারা একাদশকে বিজয়ী ট্রফি তুলে দেন ৯নং আশকরপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক। এ সময় চূড়ান্ত খেলাটি উপভোগ করতে আশেপাশের গ্রাম থেকে ছুটে আসে শত শত দর্শক ।
উল্লেখ্য গত ১০আগষ্ট মেসার্স জাহানারা ট্রেডারস , স্টার ইলেভেন ও মেসার্স মামুন ট্রেডারস এর সার্বিক সহযোগিতায় সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় ।১৬টি দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় জাহানারা একাদশ চ্যাম্পিয়ন এবং জলুকাপাড়া একাদশ রানার্সআপ হয়।