ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

দিনাজপুরে প্রতারক চক্রের (জীনের বেগম)৪সদস‍্য গ্রেফতার

 জীনের বেগম বলে পরিচয় দিয়ে সহজ সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন প্রতারনা করে বিপুল অর্থ হাতিয়ে নেবার অভিযোগে দিনাজপুরে  প্রতারক চক্রের চার সদস‍্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ প্রতারক ও জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার  শাহ ইফতেখার আহম্মেদ, পিপিএম এর নির্দেশনায় মাঠ পর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা শাখার নিবিড় পর্যবেক্ষনে কয়েকটি সফল অভিযান পরিচালনার মাধ্যমে অভিযানে
গত ৪মার্চ মোঃ সারোয়ার রহমান নামীয় একজন আমেরিকান প্রবাসী তাদের সাথে ধারাবাহিকভাবে প্রতারনার একটি অভিযোগ থানায় আনলে থানা পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে দিনাজপুর কোতয়ালী থানার মামলা নং-১৩, তারিখঃ ০৪/০৩/২০২৩ খ্রিঃ ধারা-৪১৯,৪২০,৪০৩,৪০৬,৫০৬(২),৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করেন। মামলা রুজুর পর হইতে কোতয়ালী থানা পুলিশের ঝটিকা অভিযান শুরু হয়। পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, পিপিএম সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাছুম এর সমন্বিত পরিকল্পনায়  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ,মোঃ জিন্নাহ আল মামুন এর নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ এবং তদন্তকারী অফিসার এসআই(নিঃ) ইন্দ্র মোহন রায় সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান শুরু হয়। সারারাত অভিযান করে আত্মগোপন থাকা এজাহার নামীয় আসামী কথিত জ্বীনের বেগম মোছাঃ মিসেস লাইজু(৪০), স্বামী-মোঃ বাবু তার সহযোগী এজাহার নামীয় আসামী মোছাঃ আখি সুবর্না(৩০), পিতা-মোঃ আলতাফ হোসেন, মোঃ আলতাফ হোসেন(৫২), পিতা-মৃত খেজুর উদ্দীন এবং তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ অনুরাগ আল ইমরান(আনন্দ)(২৭), পিতা-মোঃ আলতাফ হোসেন, সকলের সাং-পাটুয়াপাড়া জাগরনী ক্লাব সমাজসেবা অফিসের পার্শ্বে থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরগনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হইতে
অভিযানে মোট ০৪ জন গ্রেফতার হন এবং একই সাথে উক্ত আসামীদের নিকট হতে যথাক্রমে- একটি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটরসাইকেল,০৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন,
 ০২টি মার্কেন্টাইল ব্যাংকের ভিসা ডেভিট কার্ড
ও মোছাঃ আখি সুবর্না নামীয় ১টি মার্কেন্টাইল ব্যাংকের চেক বহি যাহাতে সহি বিহীন ১০টি পাতা উদ্ধার করা হয়।

আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এজাহার নামীয় আসামী মোছাঃ লাইজু নিজেকে জ্বীনের বেগম পরিচয় দিয়ে তার প্রতারনার জাল বিস্তার করেন। তার কথা ও কাজের বিঘ্ন  ঘটালে জ্বীন সেই ব্যক্তি এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকী দিয়ে থাকে। আসামী মোছাঃ লাইজু জ্বীনের বেগম পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ধর্ম ভীরু প্রবাসীদেরকে মূল টার্গেট করে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমানে অর্থ হাতিয়ে নিয়ে থাকে। এরই ধারাবাহিকাতয় উক্ত আসামী মোছাঃ লাইজু বাদী মোঃ সারোয়ার রহমান এর মা মোছাঃ রোকেয়া রহমানকে জ্বীনের বেগম পরিচয় দিয়ে বেহেস্তে জ্বীনের মসজিদ বানিয়ে দিবেন ও জ্বীনের সন্তানদেরকে খাওয়া দাওয়া করাবেন মর্মে বিকাশ, নগদ, ব্যাংক একাউন্ট নম্বর দিয়ে টাকা পাঠাতে বলেন। আসামী লাইজু বাদীর মাকে বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে জানান সে যদি টাকা না দেয় তাহলে জ্বীনরা তার পুত্র ও পুত্র সন্তান সন্ততিদেরকে একে একে মেরে ফেলবে। এইভাবে বাদীর মায়ের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে উপরোক্ত ধৃত আসামীগন এক অপরের যোগসাজসে ও সহযোগিতায় ০৩ (তিন) কোটি টাকার অধিক টাকা বাদীর মায়ের কাছে প্রতারনার মাধ্যমে গ্রহন করেছেন। ৫মার্চ দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া এন্ড উইং সেলে এক প্রেস ব্রিফিং এর মাধ‍্যমে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেন।


আরও খবর