সুনামগঞ্জেৃর দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের দিকনির্দেশনায়, এসআই আসলাম হোসেন সঙ্গীয় ফোর্সহ উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর সিএনজি স্ট্যান্ডে এর সামনে সুনামগঞ্জ টু ছাতকগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উপজেলার পলিরচর গ্রামের নুরুল ইসলামের পুত্র মাদকব্যবসায়ী ফয়জুল ইসলাম (৩০),একই গ্রামের আব্দুল হক’র পুত্র আবুল কালাম (৩৪), আফছরনগর(শ্রীপুর)গ্রামের খলিলুর রহমানের পুত্র ইমরান আহমদ (২৫), (মাদকবহনকারী সিএনজি- ড্রাইভার),তাদের সাথে থাকা ১৯ বোতল (Mc Dowell’s No1) মদ, ১১ বোতল (Mc Dowell’s No1) মদ যার বাজার মূল্য (অনুমানিক-১২,৮০০-টাকা) ও মাদকবহনকৃত সিএনজি গাড়ীসহ আটক করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ( মামলা নং-০৪, তাং-০৫/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- The Special powers act 1974 25B/25D) রুজ করা হয়। আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
১৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬৩ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
২০৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
২০৪ দিন ৯ মিনিট আগে
২০৪ দিন ২৪ মিনিট আগে