ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে এনজিও কর্মী, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়ক প্রাপ্তবয়স্ক ও যুবদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর 'অধিকার এখানে এখনই' প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান।
সংলাপে স্বাগত বক্তব্যদেন 'অধিকার এখানে এখনই' প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রাণী শীল। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে তিনি জানান, জাঁতি ধর্ম, বর্ণ, লিঙ্গবৈচিত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে ব্র্যাকের পক্ষ হতে সকল জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত যুব ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে এই প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে।
সভার সভাপতি জিল্লুর রহমান বলেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেকটা লজ্জা জনক বিষয় হিসেবে বিবেচিত হওয়ায় সঠিক উৎস থেকে ধারণার অভাবে তারা অনেক ভুল তথ্য পায়, যা তাদের জন্য ক্ষতিকর।
অথচ শরীরে প্রজনন অঙ্গগুলোর সুস্থতা এবং তার সাথে শারীরিক,মানসিক ও সামাজিক কল্যাণকর অবস্থা হলো প্রজনন স্বাস্থ্য। তিনি আরো বলেন,এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ও যুব সমাজকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। যুব বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ,এনজিও স্বাস্থ্য জনপ্রতিনিধি,অভিভাবক, শিক্ষক,ধর্মীয় নেতা এবং নাগরিক সমাজ সহ সকলের একযোগে কাজ করার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। সংলাপে অন্যানের মধ্যে উপস্থিত ব্র্যাকের পুপুলার থিয়েটার কর্মসূচীর সমন্বয়ক সঞ্জয় ঠাকুর,সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল,সাংবাদিক জাহিদুর রহমান, সাংবাদিক শেখ আব্দুস সালাম, প্রান্তিক ফাউন্ডেশন এর জাহিদুর রহমান,স্বপ্ন চুড়া মানব কল্যান এর অর্পা ইসলাম, তারাবা কথা মানব কল্যান এর শেখ মমিনুল, ইউথ ক্লাবের ফয়সাল আহম্মেদ, দিপঙ্কর মন্ডল, রেবা রায় প্রমূখ।
১৩ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৮ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৪ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১২০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২০ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে