৩০শে নভেম্বর ২০২২ তারিখ পরিচালক, মোঃ ইকবাল হোসেন নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী নামক এলাকায় পাজা'য় অবৈধভাবে ইট পোড়ানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং পানি দিয়ে পাজা'য় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় ভবিষ্যতে পাজা'য় ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করবে না মর্মে স্বত্বাধিকারীর নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয় এবং পাজা'য় ইট পোড়ানোর কার্যক্রম না করার জন্য মৌখিক নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন।
খুলনা জেলার ডুমুরিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
১৩ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৮ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৪ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১২০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২০ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে