মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বনবিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহতরা হলেন, গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী লাইলী খাতুন (৪৫),তার শিশু পুত্র মােরসালিন (৪),গজারিয়া হেমায়েতপুর গ্রামের আইনাল হকের স্ত্রী রুপা খাতুন (৩৫), রুপার মেয়ে ইরিন (১৪) ও বাদিয়াপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী লিনা খাতুন (৪৫)।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলা শহরের দিক থেকে অটােভ্যানযােগে শিশুসহ ৫ জন যাত্রী মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। অটােভ্যানটি গাংনী বনবিভাগের সামনে পৌঁছালে, একটি কুকুর দ্রুত রাস্তা পারাবারের সময় অটােভ্যানের সাথে ধাক্কা লাগে।
এসময় অটােভ্যানটি উল্টে গেলে,যাত্রীরা আহত হয়। তবে অটােভ্যান চালক অক্ষত রয়েছেন।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে । আহত লিনার শারীরিক পরিস্থিতির অবনতি দেখা দিলে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
৮৩ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৯৬ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৯৭ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
৯৯ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৯৯ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৯ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
৩২৫ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৭১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে