ফুটবল বিশ্বকাপের উন্মাদনার হাওয়া লেগেছে সারা দেশসহ মেহেরপুরের দর্জি বাড়িতে। মেহেরপুরের ফুটবল ভক্ত দর্শকদের পছন্দের দেশের পতাকা ও জার্সি বানাতে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্য সব কাজ বাদ দিয়ে শুধু পতাকা তৈরি চলছে সেখানে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কত বড় পতাকা বানাতে পারে সেটা নিয়ে। তবে ব্যতিক্রমী এক আর্জেন্টিনা ভক্ত শারীরিক প্রতিবন্ধী দর্জি মিঠু হোসেন ফ্রি পতাকা ও জার্সি তৈরি করে এলাকায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়েছে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে কর্মরত দর্জি মিঠু হোসেন জানান, সে ম্যারাডোনার একজন ভক্ত। ম্যারাডোনা যদিও এখন বেঁচে নেই। কিন্তু তার দেশের হয়ে মেসি-সহ অন্যান্য খেলোয়াড়রা তো প্রতিনিধিত্ব করছে। যে কারণে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবলদলের প্রতি তার ভালোবাসা বিন্দু মাত্র কমেনি।
ভালোবাসার কাছে টাকার কোনো মূল্য নেই। তাই সে শুধু আর্জেন্টিনাকে ভালোবাসার কারণে সে দেশের পতাকা ফ্রি তৈরি করে দেয়, সে আরো জানায়, আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দেশের পতাকা মোটেই তৈরি করে না।
৮৩ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৬ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৭ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৯৯ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯৯ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯৯ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৩২৫ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৭১ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে