গাজীপুর সদর উপজেলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা মনিপুর এলাকায় বাবুর বাড়ি মন্দিরে
বিভিন্ন সনাতন ধর্মীয় সংস্থার আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর পালন করা হয়। এসময় র্যালীটি বাবু শিপন চন্দ্র বর্মন এর বাড়ি থেকে শুরু হয়ে মনিপুর বাজার, তালতলী বাজার,মনিপুর খাসপাড়া গুরে এসে শিপন চন্দ্র বর্মন এর বাড়িতে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরাম গাজীপুর জেলা শাখার সহ সভাপতি দীনেশ কিশোর বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র রায়।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার।
মনিপুর পশ্চিমপাড়া সার্ব জনীন দূর্গা ও কালী মন্দীরের সাবেক সভাপতি বাবু ফালন চন্দ্র ঘোষ এবং উর্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী বাবু উজ্জলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক বাবু সত্য রঞ্জন বর্মন।
জন্মাষ্টমী উদযাপনের পৃষ্ঠপোষকতায় ছিলেন, রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষ সংঘ মনিপুর শাখার সভাপতি প্রভু অমল হাওলাদার ও সাধারণ সম্পাদক প্রভু রাজেশ্বর দাস।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শিপন চন্দ্র রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বাবু সুরেন চন্দ্র বর্মন, গাজীপুর সদর উপজেলা বর্মন যুব ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বর্মন, সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সু-প্রভাত বর্মন, সহ-সাধারণ সম্পাদক রতন মানিক চন্দ্র বর্মন সহ স্থানীয় প্রশাসন সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন।
১৬৯ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
২৬৫ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
২৭৪ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮৮ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২৪ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৮৭ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৮৭ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০৬ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে