হাতীবান্ধা তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ
মোঃ মমিনুর রহমান, হাতীবান্ধা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে আনুমানিক ০৮ ঘটিকায় সময় হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়নের( ০১) নং ওয়ার্ডে হাজীরমোড় চেয়ারম্যানের নৌকার ঘাট এলাকায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান ১২ থেকে ১৫ জন দিনমজুর নৌকাটিতে কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হচ্ছিলেন। এরমধ্যে মাঝ নদীতে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাতরে পাড়ে উঠলেও, নিখোঁজ রয়েছে ৩ জন। দুর্ঘটনার ৬ ঘণ্টা পর সফিকুল ইসলাম(৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত ব্যাক্তি একই এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। এখনো নিখোঁজ রয়েছে দুজন ফজলুর রহমান ও আহেদুল ইসলাম ।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন জানান, হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরিদল তাদের উদ্ধার তৎপরতা কাজ চালিয়েছে । এ সময় সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন নৌকাডুবির খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে হাতীবান্ধা থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
১ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৫৬ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১৫৮ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭০ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭২ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে