হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশের ডোবা থেকে মানুষিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডে মহিলা কলেজের পিছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধা জেলার আদিতমারী উপজেলার মৃত শমসের আলী স্ত্রী আছিয়া বেগম (৮০)।
বিভিন্ন সূত্রে খবর পেয়ে মৃত নারীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৬৫) ঘটনাস্থলে এসে তার মৃত মাকে সনাক্ত করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তিনি জানান।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ওই এলাকায় রেল লাইনের ধারে দুটি বসতবাড়ির পিছনে একটি ছোট ডোবায় এক নারীর মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে তার মৃত্যু হলো।
১ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৫৬ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১৫৮ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭০ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭২ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে