লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কারবালা দিঘির পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মৃত কিচমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ধারে বসে ছিলেন কৃষক আব্দুল মজিদ। তিনি কানে কম শুনতেন, চোখে কম দেখতেন। কারবালা দিঘির পাড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাতীবান্ধা আবাসিক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৫৬ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১৫৮ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭০ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭২ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে