লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই ওই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল), থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি (রিপন- খোকন)ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর পর সকাল ৯ টায় হাতীবান্ধা এস.এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস,সহকারী কমিশনার(ভুমি) লোকমান হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারন সম্পাদক কাজী আসাদুজ্জামান প্রমূখ
১ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৫৬ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১৫৮ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭০ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭২ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে