জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কৃষকের বসতবাড়িতে নিষিদ্ধ গাঁজার গাছের বাগানের সন্ধান পেয়েছে থানা-পুলিশ। বসতবাড়িতে গাঁজার বাগানের সন্ধান পাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে যমুনার তীরবর্তী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের দুর্গম সিরাজনগর এলাকায় এক কৃষকের বসতবাড়িতে নিষিদ্ধ গাঁজার বাগানে অভিযান চালিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে একদল পুলিশ।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, যমুনা নদীর দুর্গম সিরাজনগর এলাকার বাসিন্দা দুলাল নামে এক কৃষক তাঁর বসতবাড়িতে গাঁজার বাগান করেছিল।
গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ লাখ টাকা সমমূল্যের গাঁজার জব্দ করেছে পুলিশ। পুলিশে উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ওই কৃষক সটকে পড়েন।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, দুলাল নামে কৃষকের বসতবাড়ি থেকে গাঁজার গাছ জব্দ করে থানায় আনা হয়েছে। এবিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ওই এলাকাটি যমুনা নদীর তীরবর্তী দুর্গম হওয়ার সুবাদে বসতবাড়িতে গাঁজার চাষ করেছিলো কৃষক দুলাল। আমরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্তত পাঁচ লাখ টাকার সমমূল্যের গাঁজার গাছ জব্দ করেছি। গাঁজার চাষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে