বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে বিতর্কিত ৭ জনকে স্থান দেওয়ার অভিযোগ তোলেছেন জেলার ইসলামপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার (২৪ নভেম্বর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতার ব্যানারে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী এবং মো. শরীফ সরকার।
বক্তাদ্বয় বলেন, গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার ৭জন প্রতিনিধি নাম লিপিবদ্ধ করা হয়েছে। বিগত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের কোনো অস্তিত্ব ছিল না।
বক্তারা আরও বলেন, জেলা কমিটিতে স্থান পাওয়া জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, তৌহিদুর রহমান জিসানসহ বাকিদের তাঁরা চিনেন না।
কমিটিতে ৭ জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখা হয়েছে। সেকারণেই ওই ৭ জনকে অপসারণ করা জরুরি।
এসময় রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীম আক্তার,
সাঈম খান এবং সাঈম খানসহ অন্তত ২৫ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে