জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে নাশকতার অভিযোগে বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বকশীগঞ্জ
উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আনিছুর রহমান আনিছ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩৯ জনেরনামোল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামী করা হয়। যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে