বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়
জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষক লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁর নাম মো. আশরাফ আলী। তিনি চরগোয়ালিনী ইউপির সাবেক সদস্য। এছাড়া তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক
আইনে দায়ের করা মামলায় জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ কৃষক লীগ নেতা আশরাফ আলীকে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সোচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী
ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকেউ আসামি দেওয়া হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে কৃষক লীগ নেতা আশরাফ আলীকে আদালতে সোপর্দ করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, 'অজ্ঞাত আসামি হিসেবে কৃষক লীগ নেতা আশরাফ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ পর্যন্ত মামলায় ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।'
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'জামিন নামঞ্জুর করে আসামি আশরাফ আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।'
সূত্রে জানা যায়, মামলায় উল্লিখিত সময়ে সভারচর দাখিল মাদ্রাসা মাঠস্থ শহিদমিনার চত্বরে ইউনিযন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সিদ্ধান্ত মোতাবেক সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল শেষে জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কিন্তু ওই মামলায় এসব তথ্যাদি উল্লেখ করা হয়নি।
ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইসলামপুর সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী, কাছিমারচর বিএম কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সোলায়মান কবির, গোয়ালেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক এবং একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোলাইমান গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন।
৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে