জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় এ উপলক্ষে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম লেবু।
বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল।
মাদ্রাসা সুপার মো. ছামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, আসাদুজ্জামান রুবেল, নুরুল্লাহ, মোহাম্মদ আলী প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষক মন্ডলী ও ছাত্র -ছাত্রীবৃন্দ সভায় অংশ নেন।
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে