জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসক আজিজ আহমেদ, ডাক্তার আবির আহমেদ সৌমিক, ডাক্তার জাকিউল ইসলাম, ডাক্তার জাকিয়া সুলতানা তিশা, ডাক্তার রোকসানা বেগম, প্রধান সহকারী আব্দুল জলিল, দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক এম. কে. দোলন বিশ্বাস প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, 'দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,
কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, পবিত্র কুরআন তেলাওয়াত, বিশেষ মুনাজাতসহ হাসপাতালে রোগিদের বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে।'
বঙ্গবন্ধুর আত্মজীবনী স্মৃতিচারণসহ সভাসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।'
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে