কিশোরগঞ্জের হোসেনপুরে বালুবাহী ড্রাম ট্রাকের
চাপায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনামুল (১৬) নামের আরেক জন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে হোসেনপুর-গফরগাঁও সড়কের খুর্শিদ মহল ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ সুত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে রফিকুল ও এনামুল রাস্তা পারাপারের সময় পাগলা থানার খুর্শিদ মহল ব্রিজে বিপরীত দিক থেকে বালু নিয়ে আসা একটি ড্রাম ট্রাক তাদেরকে চাপা দেয়৷ এ ঘটনায় হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করে। এ সময় আহত এনামুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
হোসেনপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫২০ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫২০ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৩৪ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৩৬ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৫৪১ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৫৪২ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
৫৫৪ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৬৫ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে