ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

জয়পুরহাটে এই প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন

পুলিশ সুপার জয়পুরহাট প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৬ মে) বেলা ১১ টায় পার্শ্ববর্তী দেশ ভারতসহ বাংলাদেশর বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলসেডে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলসহ আগত খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।

ভারত থেকে আগত দাবা খেলোয়াড় সৃজত সেনগুপ্ত এর পিতা সন্দীপন সেনগুপ্ত বলেন,  আমার আদি বাড়ি বাংলাদেশের বরিশালের খলিশাকোঠা এলাকায় হলেও আগে কখনো আসা হয়নি । জয়পুরহাটে এই প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে আমার এবং আমার ছেলের এই প্রথম বাংলাদেশে আসা। এই দেশের সংস্কৃতি ও শিখরে গাথা রয়েছি। এই দাবা প্রতিযোগীতার আয়োজকবৃন্দ, বিশেষ করে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম স্যারের আতিথেয়তা ও অভ্যর্থনায় আমরা সবাই সত্যিই খুব অভিভূত। জয়পুরহাট শহরটি এই প্রথম দেখলাম এবং দেখেই মনে হলো এই জেলাটি অতি শীঘ্রই বাংলাদেশে অতন্ত এগিয়ে থাকা শহরে পরিণত হবে। 

প্রথমবারের মত জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, “দাবা খেলো বুদ্ধির বিকাশ ঘটাও” সমাজ থেকে মাদকাশক্তি হটাও। ‘তরুণেরা খেলাধুলায় যত এগিয়ে আসবে, দেশ ততই এগিয়ে যাবে। দাবা হলো বুদ্ধিভিত্তিক খেলা। তরুণ শিক্ষার্থীরা এই খেলাটি চর্চার মাধ্যমে নিজেদের বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে। বর্তমান সরকার দাবাসহ সব খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। ভারত থেকে আগত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সেজন্য আমরা চির কৃতজ্ঞ। আজ সেই বন্ধু রাষ্ট্রের দাবা খেলোয়াড়গণ আমাদের জেলায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করতে এসেছেন এজন্য আমরা আনন্দিত। 

উল্লেখ্য এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, ভারত থেকে আগত ১০ জন, বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে মোট ১৩২ জন খেলোয়াড়।

আরও খবর