জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গাছ থেকে পরে আব্দুর রহিম (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। নিহত কাঠুরিয়া আব্দুর রহিম পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার শালপাড়া পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে পড়ে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালপাড়া পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন এলাকার একটি উঁচু ইউকেলেক্টাস গাছের মরা ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটার এক পর্যায়ে তিনি ওই গাছ থেকে পরে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক জানান, তিনি ঘটনাটি শুনলেও কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
২৮ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে