২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে লাখো শহিদেরা প্রাণ দিয়েছিলেন এই স্বাধীনতা অর্জনের জন্য। সকল শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাই এই দিনকে স্মরণীয় করে রাখতে পালন করা হয় মহান স্বাধীনতা দিবস। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল (আপ) এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে কচুয়া উপজেলা পরিষদের স্মৃতিস্তম্ভে আপ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং আপ এর কচুয়া আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আপ এর উপ নির্বাহী পরিচালক (কার্যক্রম) মহিউদ্দিন খান বাবুলের সভাপতিত্বে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আপ এর কচুয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রতন মিয়া, সিনিয়র অডিট অফিসার হাবিব উদ্দিন খান বকুল, কচুয়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম ও নন্দনপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শামীম আহমেদ প্রমুখ।
এসময় আলোচনা সভায় আপ এর বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যস্থাপকসহ ক্রেডিট অফিসার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।