কচুয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। গত সোমবার (২৫ মার্চ) চাঁদপুর জেলার কচুয়া থানা বার্ষিক পরিদর্শন কালে কচুয়া থানায় আগমন করলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশ সুপার কচুয়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শন কালে কচুয়া থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার। এসময় কচুয়া থানায় আলামত সংরক্ষণাগার এর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ সহ কচুয়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
৯ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৬৯ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ৬ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে