চাঁদপুর জেলার কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় সাচার পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই মোঃ কবির হোসেন এর তত্ত্বাবধানে ০১নং সাচার ও ০২নং পাথৈর ইউনিয়নের মোট ১৭ জন গ্রাম পুলিশের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ই এপ্রিল) কচুয়া থানার ০১নং সাচার ও ০২নং পাথৈর ইউনিয়নের ১৭ জন দফাদার ও চৌকিদারের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কচুয়া থানার সাচার পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই মোঃ কবির হোসেন।
এসময় তিনি বলেন, চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক সাচার ক্যাম্প ও থানাকে অবহিত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, মাদকের সংবাদ থানাকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকলকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন সহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান। চাঁদপুর কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পক্ষে গ্রাম পুলিশের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাচার পুলিশ ক্যাম্প এ কর্মরত এএসআই আনোয়ারুল কিবরিয়া সহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
এস.আই মোঃ কবির হোসেন গ্রাম পুলিশ সদস্যদের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং আগামী ঈদ উল আযহা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে চুরি-ডাকাতি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্যসহ চলমান নৈশকালীন নিরাপত্তায় স্ট্যাটিক পেট্রল ডিউটি অব্যাহত রাখার নির্দেশনা দেন।
৯ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৬৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৭২ দিন ১ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে