চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের শরীরচর্চা শিক্ষক কলেজ পর্যায়ে মো. রাশেদ হোসেন শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার স্বাক্ষরিত এক পত্রে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয়া হয়।
সাচার ডিগ্রি কলেজের ক্রীড়া বিভাগের মো. রাশেদ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক (কলেজ পর্যায়) মনোনীত হয়েছেন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি মো. রাশেদ হোসেন সাচার ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে রোভার স্কাউটদের অনেকটাই পরিবর্তন করেছেন ফলে কলেজের মান উন্নয়নে পরিবর্তন হয়েছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাশেদ হোসেন এবং পাশাপাশি সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন কবীর সহ অন্যান্য শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হতে পারেন এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
৯ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৬৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৭২ দিন ১ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে