সরল বিশ্বাসে সহযোগিতার মনোভাব নিয়ে আমেনা বেগম নামের এক চতুর নারীকে মিয়াজী ডেভেলোপমেন্ট, কেআইডিবি’র ২ লক্ষ টাকার জামিনদ্বার হওয়ায় এবং আশা ও সিসিডি থেকে ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করে দিয়ে বিপাকে পড়েছে এক অসহায় দম্পত্তি। ঋণ উত্তোলনকারী কচুয়ার বিতারা গ্রামের প্রবাসী মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম বর্তমানে ঋণের টাকা উত্তোলন করে লাপাত্তা থাকায় জামিনদ্বার একই গ্রামের নীরিহ দেলোয়ার হোসেন ও ঋণ উত্তোলনে সহায়তাকারী তার স্ত্রী হাসনেআরা বেগম বর্তমানে এনজিও কর্মকর্তাদের তোপের মুখে পড়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি সু চতুর আমেনা আক্তারের সন্ধানে বিভিন্ন এলাকায় ঘুড়ছেন।
নীরিহ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী হাসনেআরা বেগম জানান, বিভিন্ন সমস্যায় পড়ে একই বাড়ির মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম প্রায় ৬ মাস আগে আমাদের কাছে এসে অনেক অনুনয়-বিনয় করে জামিনদ্বার করে মিয়াজী ডেভেলোপমেন্ট ও কেআইডিবি থেকে পৃথকভাবে ২ লক্ষ টাকা উত্তোলন করে। এছাড়া আমেনা বেগম আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা হাওলাত নিয়ে দেই-দিচ্ছি বলে তাল বাহনা করে এবং সিসিডি ও আশা ব্যাংক থেকে পৃথকভাবে ৮০ হাজার টাকা উত্তোলন করে দেই। বর্তমানে ঋণ উত্তোলনে সহায়তা ও ঋণ প্রদান করে আমরা চরম বিপাকে রয়েছি। প্রতিদিন এনজিও সংস্থার লোকজন আমার বাড়িতে এসে চাপ সৃষ্টি করছেন। আমেনা বেগম পলাতক থাকায় ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা তার খোঁজে পালিয়ে বেড়াচ্ছি।
আমেনার সন্ধান দিতে পারলে সন্ধান দাতাকে উপযুক্ত সম্মানী দেয়া হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
৯ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৬৯ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৭২ দিন ৪ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে