তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ, নিয়োগ পরীক্ষা স্থগিত

জয়পুরহাটের ক্ষেতলালে জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে শিক্ষক-কর্মচারীর পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।  


জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রার্থীরা নিয়োগ পরীক্ষা অংশ নিতে আসার পর হঠাৎ করেই সকাল ৯ টার দিকে মাদ্রাসার মূল ফটকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ টাঙানো হয়। এ সময় মাদ্রাসায় শুধু একজন নিরাপত্তা কর্মী ছাড়া শিক্ষক-কর্মচারীরা কেউ ছিলেন না। পরীক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর ফিরে গেছেন। 


পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা স্থাগিতের নোটিশে অনিবার্য কারণ দেখানো হয়েছে। তবে  উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগে  মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও  মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে  প্রায় ৭০ লাখ টাকার ঘুষবাণিজ্যের অভিযোগ তোলা হয়। শিক্ষক কর্মচারীর পাঁচটি পদে পাতানো নিয়োগ পরীক্ষা বাতিলের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। বড়তারা ইউনিয়ন পরিষদের  সদস্য রুহুল আমিন তাঁর ফেসবুকে অ্যাকাউন্টে নিয়োগ পরীক্ষার আগের দিন এই স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যার্টাসের পর আজ শুক্রবার পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বড়তারা ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দীন ও মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগে ঘুষবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ডিজির প্রতিনিধি আসেননি। একারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শুক্রবার সকালে সরজমিনে ওই মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, মাদ্রাসার মুল ফটক বন্ধ রয়েছে। মুল ফটকের নোটিশ টাঙানো রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, এতদ্বারা এত জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অদ্যই ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো। পরবর্তীতে তারিখ জানানো হবে।  


মাদ্রাসার নিরাপত্তা কর্মী মামুনুর রশিদ বলেন, আজ শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা সকাল দশটায় শুরু হওয়ার কথা ছিল। অধ্যক্ষ স্যার মাদ্রাসায় আসেননি। তিনি সকাল ৯ টার একটু আগে আমাকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ পাঠিয়েছেন। আমি সকাল ৯ টায় মাদ্রাসার মুল ফটকের নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ টাঙিয়ে দিয়েছি। পাঁচটি পদের পরীক্ষার্থীরা মাদ্রাসায় এসে অপেক্ষা করে চলে গেছেন। আমি ছাড়া অন্য শিক্ষক কর্মচারীরা মাদ্রাসায় আসেননি।


অফিস সহকারী পদে আবেদনকারী বড়তারা গ্রামের আরিফুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ১০ টায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। মাদ্রাসার ফটকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করে বাড়িতে ফিরে যাচ্ছি।


বড়তারা ইউপি'র ৭ নং ওর্য়াডের সদস্য রুহুল আমিন বলেন, আমার ওর্য়াডের জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে লোক নিয়োগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন ও মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের রেজাউল করিম প্রায় ৭০ লাখ টাকা নিয়োগবাণিজ্যে করেছেন বলে জানতে পেরেছি। আজ শুক্রবার তাঁরা পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করতে চেয়েছিলেন। এঘটনাটি জানার পর নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে আমার ফেসবুকে অ্যাকাউন্টে পোষ্ট দিয়েছিলাম। পাশাপাশি ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তাদের জানিয়েছিলাম। এরপর আজকে পাঁচটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেকের কাছে নিয়োগের কথা বলে সভাপতি ও অধ্যক্ষ টাকা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েক আমার কাছে টাকা দেওয়ার কথা জানিয়েছেন। 


জামুহালী গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, আমার ছেলে মোঃ ফেরদাউস অফিস সহকারী পদে আবেদন করেছেন।  মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনকে প্রায় দুই বছর আগে পাঁচ লাখ টাকা দিয়েছি। তিনি নিয়োগ  পরীক্ষার দুই দিন আগে আমার কাছে অফিস সহকারী পদের জন্য ১৬ লাখ টাকা চেয়েছিলেন। এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে চেয়ারম্যানকে বলেছি। তখন চেয়ারম্যান আমাকে বলেছেন, টাকা যার চাকুরি তার। একই পদে অনেকের কাছে টাকা নেওয়ার কথা জেনেছি।


জামুহালী গ্রামের বাসিন্দা আজিজার রহমান বলেন, আমার ছেলে মোঃ সৌরভ হোসেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেছেন। মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিমের সঙ্গে আমার ১৫ লাখ টাকা চুক্তি হয়েছিল। দুই মাস আগে অধ্যক্ষের কথামতো একজনার মারফতে প্রথমে আড়াই লাখ টাকা দিয়েছি। এরপর নিশ্চিন্তা বাজারের একটি রড-সিমেন্টের দোকানে বসে অধ্যক্ষ সাহেব আমার কাছে সাড়ে সাত লাখ টাকা নিয়েছেন। মোট দশ লাখ টাকা দিয়েছি। এখন ওই পদে আরও বেশি টাকা পেয়ে অধ্যক্ষ সাহেব আমার ছেলেকে নিয়োগে গড়িমসি করছেন।


বড়তারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন লতিফ বলেন,  পাঁচটি পদে ঘুষবাণিজ্যে করা হয়েছে। আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষার আয়োজনের দাবি করছি। যারা ঘুষবাণিজ্যের সঙ্গে জড়িত তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।   


ঘুষবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে  বড়তারা ইউপির চেয়ারম্যান ও জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বলেন, মাদ্রাসায় জনবল নিয়োগে কারও কাছে একটি টাকাও নেওয়া হয়নি। কেউ প্রমাণ দিতে পারবে না। ডিজির প্রতিনিধি আসেননি একারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।


ঘুষবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার  অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম বলেন, উপাধ্যক্ষসহ পাঁচটি পদে মোট ৪৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। আজ শুক্রবার সকাল দশটায় পাঁচটি পদে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডিজির প্রতিনিধি আসছেন না বলে জানানোর পর পরীক্ষা স্থগিত করা হয়েছে।


ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ  সরকার বলেন, জামুহালী চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। নিয়োগ পরীক্ষা স্থগিতের কথা জেনেছি।

আরও খবর

জামিন না হওয়ায় কারাগারে দুই আ'লীগ নেতা

৯ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে







ক্ষেতলালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

২৭ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে