জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল চুরির ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ক্ষেতলাল উপজেলার মামুদপুর ধনতলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে শেফায়েত (২৭), জয়পুরহাট সদর উপজেলার হাতিল গারিয়া কানতো গ্রামের মৃত ইদ্দিশ আলীর ছেলে সাইফুল ইসলাম এবং পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের ডাঃ রুহুর আমিনের ছেলে তাওসিফ মন্ডল(৩০)।
শুক্রবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের এই তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশসুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চোর চক্রের এই সদস্যরা জেলার বিভিন্ন জায়গা হতে মোটরসাইকেল চুরি করে তা অন্যত্র বিক্রি করে আসছিল। গত ৭ মার্চ উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রাম হতে একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে চোর চক্রের এ সদস্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়পুরহাট সদর হতে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত। তাদের গ্রেপ্তারসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
৮ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৬ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে