জয়পুরহাট ক্ষেতলালে রাতের আঁধার ফলজাত বাগানের ২৩ টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হাবুলের বাগান থেকে রাতের অন্ধকারে লিচু গাছসহ অন্যান্য ২৩ টি গাছ কেটে দিয়েছে বাগান মালিকের আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
২৩ (অক্টোবর) রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় গত শনিবার দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার দাশড়া শেয়ালাপাড়া গ্রামের ওয়ারেছুল মজিদের ছেলে হাবিবুল মজিদের একটি বাগানে এই গাছ কাটার ঘটনা ঘটে। হাবিবুল মজিদ ২০০৯ সালে এক একর জমিতে লিচুসহ মিশ্র বাগান গড়ে তোলেন। সেখানে দেখা যায় লিচুর ৮টি, আম ১১টি, পেয়ারা ১টি, পেঁপে ১টি গাছ কেটে দিয়েছে তার আপন ছোট ভাই কদর ও কিছু দূর্বৃত্তরা।
বাগান পাহারাদার রবিউল ইসলাম বলেন, ওই দিন আমার জরুরী কাজ থাকায় রাত ১২টার দিকে আমি বাড়িতে যাই। সকালে বাগানে আসার পর দেখতে পাই আম, লিচু, পেয়ারা পেঁপেসহ ২৩ ফলের গাছ কে বা কাহারা কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্থ বাগান মালিক হাবিবুল মজিদ বলেন, পাহারাদারের ফোনে খবর পেয়ে সকাল ৯টায় বাগানে এসে দেখতে পাই আমার বাগানের ফলজ প্রায় ২৩টি গাছ কেটে ফেলেছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা আমার বাগানে আমার আপন ছোট ভাই ও কিছু দূর্বৃত্তরা যে ক্ষতি করেছে তা বলার ভাষা নাই। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে গতকাল রাতে হাবিবুল মজিদ বাদী হয় ক্ষেতলাল থানায় একটা লিখিত অভিযোগ করেছেন।
৮ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে