ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু ও পাঁচবিবি উপজেলায় সাবেকুন নাহার ওরফে শিখা বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসনের কনফারেন্স রুমে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী এ ই এম মাসুদ রেজা পেয়েছেন ৩৬ হাজার ৯৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে অশোক ঠাকুর ২৩ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৪৯৬ ভোট পেয়ে হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আছমা বিবি।
অপরদিকে পাঁচবিবি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে সাবেকুন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আকরাম হোসেন তালুকদার তালা প্রতীক নিয়ে ২৬ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৪১৫ ভোট পেয়ে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রেবেকা সুলতানা।
৮ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে