শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে মোঃ বজলুর রহমান খান ৫ হাজার ৪ শত ৩৪ ভোট ও বড়তারা ইউনিয়নে বোরহান উদ্দীন ৬ হাজার ২ শত ৬৯ ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার (২রা নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এ দুটি ইউনিয়নে এই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ বজলুর রহমান খান নৌকা প্রতিকে ৫ হাজার ৪ শত ৩৪ ভোট পেয়ে বিজয়ী এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাইকুল ইসলাম লেবু ২ হাজার ৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অপরদিকে বড়তারা ইউনিয়নে মোঃ বোরহান উদ্দীন নৌকা প্রতিকে ৬ হাজার ২ শত ৬৯ ভোট পেয়ে বিজয়ী এবং তার ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল বারিক মন্ডল আনারস প্রতিকে ৪ হাজার ৫ শত ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ইউনিয়নে আ’লীগ মনোনীত ২ জনসহ মোট ৭ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ক্ষেতলাল উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার আনিছার রহমান।
৮ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে