জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির বিশেষ উদ্যোগে জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ (ফেব্রুয়ারী) ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ (জানুয়ারী) শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতলাল উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান বন্যা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব তোফাজ্জল হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা সহ: কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার সহ সরকারি-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে