বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র দুটি গ্রুপ।
সোমবার দুপুরে জেলা বিএনপি’র পোষ্টঅফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি’র বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে এনআর প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
অন্যদিকে শহরের মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে অপর একটি গ্রুপ। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,শিশু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহফুজার রহমান মারুফ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
১২৮ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩০ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৩২ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৫ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৩৬ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩৬ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪১ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪১ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে